স্টাফ রপোর্টার, বান্দরবান: বান্দরবানে বিএনপি ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে। বৃহস্পতিবার (৭ নভেম্বর)  বিকালে এ উপলক্ষে বিএনপি প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে সমাবেশ আয়োজন করেছে। এ সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সাচিং প্রু জেরি।

            সমাবেশে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছে। এখন নির্বাচনের মাধ্যমে সৎ নেতৃত্বকে একত্রিত করে শক্তিশালী একটি সরকার গঠনের মাধ্যমে দেশে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এ সময় তিনি আরো বলেন, আমাদের সরকার ক্ষমতায় এলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার ভোগ করবে।

            এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি। সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রশিদ, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

            এ সমাবেশে দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী সমাবেশে যোগ দেন। এর আগে বান্দরবান রাজার মাঠ থেকে বের হয়ে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খবরটি 337 বার পঠিত হয়েছে


রোয়াংছড়ি কলেজে প্রথম এইচএসসি পরীক্ষা সেন্টার: খুশির আমেজে পরীক্ষায় অংশগ্রহন করছে ১৩২ শিক্ষার্থী
আওয়ামী লীগ নেতা পোয়া মাহাবু সন্ত্রাসী দিয়ে জায়গা দখলের অভিযোগ: প্রাণ নাশের হুমকিতে অসহায় ভুক্তভোগী শ...
বান্দরবানে কেএনএফ সন্ত্রাসী কার্যক্রম বন্ধের ঘোষনা: দীর্ঘ ৮ মাস পর ফিরছে বম জাতিগোষ্ঠীর ৫৭ পরিবার, স...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: বান্দরবানে আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতীক প্রচারনার বণার্ঢ্য র‌্যালী ...
এলাকার ছেড়ে চলে যাওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি: চট্টগ্রাম রেঞ্চ অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরক...
যুব সমাজ ছাড়া আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মান কল্পনা করা যায়না, দেশ এবং সমাজ উন্নয়নের কাজে যুবদের অং...

আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen