মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে আগামী সপ্তাহের মধ্যে পর্যটক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। শনিবার (৩০ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যটক সংশ্লিষ্ট অংশীজনদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

            এ সময় জেলা প্রশাসক বলেন, বান্দরবান পর্যটন নগরী হিসেবে পরিচিত। যত দ্রুত সম্ভব বান্দরবান পর্যটন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল আইন-শৃংখলা বাহিনীদের সাথে কথা বলছি আশা করি ভালো কিছু হবে।

            এ সময় ব্যবসায়ীরা বলেন, ভাত দেন, না হয় পর্যটনে স্পট খুলে দেন’। আমাদেরকে বাচান আমরা আর পারছিনা ব্যাংক ঋণ, হোটেল মোটেল, ড্রাইভার, কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে।

এ সময় সভায় সভাপতি  করেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মনজুরুল হক, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবির কর্মকর্তা, পর্যটন পেশাজীবী ঐক্য পরিষদ এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

খবরটি 273 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen