আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে ১৪৩ টি দেশ। এর মধ্যে রয়েছে বাংলাদেশ।শুক্রবার (১০ মে) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এ প্রস্তাবটি উত্থাপিত হয়। স্বাধীন ফিলিস্তিনি গঠনের পক্ষে নিরাপত্তা পরিষদে আবার ভোটাভুটি হোক। এতে আপনাদের সমর্থন আছে কিনা। এ প্রস্তাবে পক্ষে ভোট দেয় ১৪৩ টি দেশ। বিপক্ষে ভোট দেয় ৯ টি দেশ। আর ভোট দানে বিরত ছিল ২৫ টি দেশ। প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া ১৪৩ টি দেশ মূলত স্বাধীন ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছে।

            গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং তাদের পূর্ণ সদস্যপদ দেওয়ার একটি প্রস্তাব উত্থাপিত হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি। এরপর ফিলিস্তিনিকে স্বীকৃতি এবং পূর্ণ সদস্যপদ দিতে নিরাপত্তা পরিষদে আবার ভোট আয়োজনের জন্য সাধারণ পরিষদে প্রস্তাব তোলা হয়। আর এ প্রস্তাবের পক্ষে জাতিসংঘের সদস্যভুক্ত চার ভাগের তিন ভাগ দেশ ভোট দিয়েছে।

            ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ ভোটটি ফিলিস্তিনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটির মাধ্যমে তারা বেশ কিছু অধিকার পেয়েছে। ফিলিস্তিন এখন থেকে সাধারণ পরিষদে প্রস্তাব উত্থাপন বা এতে সমর্থন এবং সংশোধন করতে পারবে।

            স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাবের পক্ষে এ ভোট জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সমর্থন পেয়েছে। ফিলিস্তিনি প্রতিনিধি এখন থেকে সদস্য দেশগুলোর আসনে বসতে পারবেন এবং ফিলিস্তিন সক্রিয়ভাবে অধিবেশনে অংশ গ্রহণ করতে পারবে। এছাড়া বিশ্বের বেশিরভাগ দেশ যে ফিলিস্তিনের পক্ষে রয়েছে সেটি এ ভোটের মাধ্যমে আবার প্রকাশ পেয়েছে।

সূত্র: আলজাজিরা, দ্য গার্ডিয়ান

খবরটি 483 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen