বিশেষ খবর ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার বিষয়ে কাজ করবে সদ্য গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। পার্বত্য চট্টগ্রাম আদিবাসী জনগোষ্ঠীর আন্তর্জাতিক সংস্থা Global Association Indigenous Peoples of the Chittagong Hill Tract (GAIPCHT) এ সংগঠন আত্নপ্রকাশ করে। পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের উপর মানবাধিকার লঙ্ঘন মোকাবেলা করার জন্য GAIPCHT গঠিত হয়। এ সংগঠনের আহবায়ক সুহাস চাকমা ও অরুন চাকমাকে সহযোগী আহবায়ক করা হয়েছে।

            আহবায়ক সুহাস চাকমা বলেন, জুম্ম জাতির ক্রান্তিকালে এরূপ সংগঠনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আশা করি এ সংগঠন জুম্মদের মানবাধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা পালনে সক্ষম হবে। ইতিমধ্যে ব্রিটিশ পার্লামেন্টের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) বাংলাদেশের বিষয়ে যে তদন্ত শুরু করেছে। GAIPCHT তার প্রমাণ নথিপত্র ২৭ অক্টোবর তারিখে জমা দিয়েছে। এ সংগঠন GAIPCHT বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনুসকে 19-20 সেপ্টেম্বর 2024 তারিখে পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের উপর হামলার তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশের জন্য আহ্বান জানিয়েছে।

            The Global Association for Indigenous Peoples of the Chittagong Hill Tracts (GAIPCHT) has been formed to address human rights violations upon indigenous peoples in the CHTs. The GAIPCHT has already submitted evidence in the British Parliament where the All Party Parliamentary Group (APPG) has started an inquiry on Bangladesh. Today the GAIPCHT called upon Dr Mohammed Yunus to make the inquiry commission report into the attacks on indigenous peoples in the CHTs on 19-20 September 2024 public.

            এ সংগঠনের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা হলেন, The founding team consists of the following: Mr. Suhas Chakma, Convenor, India. Mr Arun Chakma, Co-Convenor, USA. Ms Samapti Chakma Borgne, Member, France. Ms Shiuli Chanpa Chakma, Canada. Dr Bhagadutta Chakma, Member, Australia. Mr Pavel Chakma, Australia. Mr Ashu Chakma, Member, UK. Mr Remi Pflieger Chakma, Member, France. Mr Sanchay Chakma, Member, Switzerland. Mr. Ronel Chakma, Member, South Korea. Mr. Dipti Sankar Chakma, Member, Japan. Mr. Devashish Chakma, Member, USA. Mr Sushil Chakma, Member, USA. Mr Parish Chakma, Member, USA. Mr Satu Chakma, Member, China. Mr Pragna Tapas Chakma, Member, Canada and Rev Atma Dip Bhikkhu, France.

 

খবরটি 126 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen