মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় বিশ্ব পর্যটন দিবস। এবার দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল পর্যটন শান্তির সোপান। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে জেলা প্রশাসক কার্যালয়ে কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, সৌন্দর্য লীলাভূমি পার্বত্য জেলার বান্দরবান। এখানকার পর্যটন স্পটগুলোতে দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য প্রকৃতি প্রেমিক ছুটে আসেন। পর্যটন নগরী হিসেবে এ জেলাকে বলা হয় “হিলকুইন”। তাই সবাইকে বান্দরবান ঘুরতে আসার আহ্বান জানান এবং সব পর্যটন স্পটগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে।
এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস,এম, মনজুরুল হক, সহকারী কমিশনার মো: নবাব আলী, ট্যুরিস্ট পুলিশ, বিভিন্ন বিদ্যালয় ছাত্র ছাত্রী, জেলার পর্যটন ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।