পুষ্পেন চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা এলজিইডি’র আরইআরএমপি-৩ আওতায় মাঠ পর্যায়ে কর্মরত ৯০ জন মহিলা কর্মী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (১১ জানুয়ারী) দুপুরে এ স্বাস্থ্য সামগ্রী প্রদান করেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: ইফরাদ বিন মুনীর। এ সময় এলজিইডির অফিসের সুপারভাইজর মো: সোহেল উপস্থিত ছিলেন।
মহিলা কর্মীদের মধ্যে ছবি দাশ ও রেনু আরা বেগম জানান, সারা বছর গ্রামের বিভিন্ন রাস্তা ঘাটে আমরা কাজ করি। নানা সমস্যায় পড়ি। এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমাদের খুব প্রয়োজন।
প্রকৌশলী মুনীর বলেন, সাধারনত শীতকালে আমাদের মহিলা শ্রমিকরা ধূলা-বালিসহ নানা প্রতিকুলতার মধ্যে কাজ করতে হয়। তাই তাঁদেরকে মাস্ক, স্যানিটাইজার, সাবান, ওষুধ, কাঁচি ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।