স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে প্যাগোদা ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষক সম্মেলন করা হয়। এ সম্মেলন আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এ তিন জেলার প্যাগোদা ভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্যক্রম প্রকল্পের আওতায় শিক্ষকরা অংশগ্রহন করেন। শুক্রবার (২৬ জানুয়ারী) সকাল ৯ টায় উজানী পাড়া বৌদ্ধ বিহারে শিক্ষক সম্মেলন আয়োজন করা হয়েছে। এ সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত চিলেন মন্ত্রীপরিষদ সচিব মো: মাহবুব হোসেন।
মন্ত্রীপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় প্যাগোদা ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চলমান থাকবে। এখন প্যাগোদা ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৩য় পর্যায়ে চলমান আছে। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি থাকলে এ প্রকল্পের কার্যক্রম মেয়াদ ৪র্থ পর্যায়ে বৃদ্ধি করা হবে। এ প্রকল্পের আওতায় শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।
এ শিক্ষক সম্মেলনে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু: আ: হামিদ জমাদ্দার। জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হ্লাথোয়াইহ্রী মারমা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অমল কান্তি দাশ।