অর্থনীতি ডেস্ক: ব্র্যাক ব্যাংক লিমিটেডের নাম বদলে যাচ্ছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেড। সোমবার (১৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ব্র্যাক ব্যাংকের রিজার্ভ রয়েছে ৪ হাজার ১২১ কোটি ১৬ লাখ টাকা। আর ঋণ রয়েছে ৩ হাজার ৮৯০ কোটি ৮৮ লাখ টাকা।

            ডিএসইর তথ্য মতে, ২০০৭ সালে তালিকা ভুক্ত ব্যাংকের বর্তমান নাম ব্র্যাক ব্যাংক লিমিটেড। এ নামটি পরিবর্তন করে রাখা হচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ১৭ অক্টোবর (মঙ্গলবার) থেকে ব্যাংকটি নতুন নামে যাত্রা শুরু করেছে। ১ হাজার ৬০৮ কোটি ৮৩ লাখ টাকা অনুমোদিত ব্যাংকটি ২০২২ সালে শেয়ার হোল্ডারদের ১৫ শতাংশ (সাড়ে ৭ শতাংশ নগদ আর সাড়ে ৭ শতাংশ শেয়ার) লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটির শেয়ার সোমবার সর্বশেষ লেনদেন হয়েছে ৩৫ টাকা ৮০ পয়সা। বর্তমানে ব্যাংকটির ১৬০ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ২২৭ টি শেয়ার রয়েছে। তার মধ্যে ৪৬ দশমিক ২৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৫ দশমিক ৮৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩০ দশমিক ৫৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৭ দশমিক ৩১ শতাংশ শেয়ার।

খবরটি 647 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen