স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে বিভিন্ন কর্মসুচি আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয় পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ০৯:৩০ টায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী আয়োজন করা হয়েছে। এ র‌্যালীর শুভ সুচনা করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সিঅং খুমী। র‌্যালীটি শহর প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। এ র‌্যালীতে অংশগ্রহন করে বিভিন্ন জাতিগোষ্ঠীর ব্যানারে মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরাসহ সব ক্ষুদ্র নৃগোষ্ঠী।

            বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন কর্মসুচি আয়োজন করে। এ দিনের ভোর ০৫:০০ টায় বান্দরবান বিশ্ব বিদ্যালয় চত্বর থেকে রাজার মাঠ পর্যন্ত মিনি ম্যারাথন দৌড়। সকাল ০৯:১০ টায় ঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী। সন্ধ্যা ০৬:০০ টায় ঙ্গবন্ধু মুক্তমঞ্চে কুকিং শো ও খাদ্যোৎসব। সন্ধ্যা ০৬:৩০ টায় ঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।

            জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।

খবরটি 516 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen