স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে বিভিন্ন কর্মসুচি আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয় পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ০৯:৩০ টায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়েছে। এ র্যালীর শুভ সুচনা করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সিঅং খুমী। র্যালীটি শহর প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। এ র্যালীতে অংশগ্রহন করে বিভিন্ন জাতিগোষ্ঠীর ব্যানারে মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরাসহ সব ক্ষুদ্র নৃগোষ্ঠী।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন কর্মসুচি আয়োজন করে। এ দিনের ভোর ০৫:০০ টায় বান্দরবান বিশ্ব বিদ্যালয় চত্বর থেকে রাজার মাঠ পর্যন্ত মিনি ম্যারাথন দৌড়। সকাল ০৯:১০ টায় ঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী। সন্ধ্যা ০৬:০০ টায় ঙ্গবন্ধু মুক্তমঞ্চে কুকিং শো ও খাদ্যোৎসব। সন্ধ্যা ০৬:৩০ টায় ঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।