ব্রেকিং নিউজ:

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা চলবে না। দ্রুত গণতান্ত্রিক ধারা উত্তরণের জন্য জাতীয় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। বাংলাদেশের জনগণ এক এবং ঐক্যবদ্ধ। এখানে বারোটি জাতি রয়েছে আমরা সব এক। আমরা সিদ্ধান্ত নিয়েছি বান্দরবান ৩০০ আসন থেকে আমাদের ভোটে পার্লামেন্টে বিএনপি দলের এমপি যাবে। কোন রাতের নির্বাচন আর আমরা মানবো না। রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা করতে হবে। এ আয়োজিত মহা জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে জেলা বিএনপি বিশাল জনসমাবেশ আয়োজন করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক ধারা উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা ও বিভিন্ন জন দাবিতে জনসমাবেশ করে বান্দরবন জেলা বিএনপি।

            এ জনসমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপি আহ্বায়ক সাচিং প্রু জেরী। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মাম্যাচিং, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ জনসমাবেশে সঞ্চালনা করেন বান্দরবান জেলা বিএনপি দলের সদস্য সচিব জাবেদ রেজা।

খবরটি 62 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন