মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। শুক্ররার (০৭ ফেব্রুয়ারি) সকালে জেরা সদরে বৌদ্ধ অনাথালয়ের ভিতরে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে বৌদ্ধ অনাথালয় শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, এটি সম্প্রীতির বান্দরবান। এখানকার মানুষ মিলেমিশে থাকতে পছন্দ করে কিন্তু কিছু অসাধু মানুষ এ পাহাড়কে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে। এ সরকার এটা কখনও করতে দিবে না। তিনি আরো বলেন, আমি এ বান্দরবানের ব্রিগেডিয়ার দায়িত্ব পালন করে গিয়েছি তখন অনেক কিছু করেছি আর ভবিষ্যতেও আমার অনেক ইচ্ছা আছে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার।
এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের সভাপতি শ্রীমৎ পঞ্ঞানন্দ। এ সভায় আরো উপস্থিত ছিলেন বান্দরবানের ব্রিগেডিয়ার জেনারেল এসএম রাকিব ইবনে রেজওয়ান, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।