অর্থনীতি ডেস্ক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবচাইতে বড় প্যাভিলিয়নে পণ্যের সমাহার সাজিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। প্যাভিলিয়নে ক্রেতারা একই ছাদের নিচে পাবেন নানা ধরনের গৃহস্থলী পণ্য, ফার্নিচার, সাইকেল, বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ইলেকট্রনিক পণ্য। এছাড়া মেলা উপলক্ষ্যে বিভিন্ন পণ্যের ওপর থাকছে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। মেলার অন্যতম আকর্ষণ তিনতলা বিশিষ্ট আরএফএল প্রিমিয়ার প্যাভিলিয়ন। বাণিজ্য মেলার মূল ভবনের উত্তর পাশে অবস্থিত ১৫,০০০ বর্গফুটের বিশাল এ প্যাভিলিয়নের প্রথম তলায় থাকছে কিচেনওয়ার, হাউসহোল্ড আইটেম, স্টেশনারি এবং খেলনা। দ্বিতীয় তলায় রয়েছে প্লাস্টিক ফার্নিচারের বৈচিত্র্যপূর্ণ সংগ্রহ, সাইকেল ও সাইকেলের সরঞ্জাম, ছোট ও বড়দের জন্য খেলনা এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্যের সমারোহ। তৃতীয় তলায় থাকছে আরএফএল সব ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালস। এখানে ক্রেতারা পাবেন পাইপ অ্যান্ড ফিটিংস, বাথরুম ফিটিংস, ক্যাবলস, দরজা জানালাসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পণ্য। নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য একসঙ্গে খুঁজে পাওয়ার এটি একটি চমৎকার সুযোগ।
মেলায় আরএফএল গ্রুপের ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ভিশন, ফার্নিচার পণ্যের ব্র্যান্ড রিগ্যাল, ফুটওয়ার পণ্যের ব্র্যান্ড ওয়াকার ও কমফি ব্র্যান্ডের আলাদা প্যাভিলিয়ন ও স্টল রয়েছে।