বিশেষ খবর ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। দুই বছরের জন্য সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাদি চুক্তিতে চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা। সোমবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ৬ (২) ধারা অনুযায়ী মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি-কে অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/ সংগঠন এর সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০২ (দুই) বছর মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে সরকারের সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাদিতে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
বাংলাদেশ সেনাবাহিনীর অবসপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা রাঙামাটির সন্তান এবং তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পাঁচ বছর মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত দায়িত্বে কাজ করেছেন।