পুষ্পেন চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দূর্গম পাহাড়ি এলাকায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেছেন স্থানীয় তরুন উদ্যোক্তাদের মানবিক সংস্থা’ এক টাকায় আনন্দ ফাউন্ডেশন’। শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে লোহাগাড়া উপজেলার বান্দরবান সীমান্তের কাছাকাছি গৌড়স্থান এলাকায় শতাধিক সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মাঝে এসব কম্বল বিতরন করা হয়েছে। শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জাবের হোসাইন সাকিব, প্রবাসী কল্যাণ বিভাগের উপ-সমন্বয়ক আব্দুল রিদুয়ান, মুহাম্মদ আজাদ হোসেন ও কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আকিল প্রমুখ।
ফাউন্ডেশনের পরিচালক জাবের হোসাইন সাকিব জানান, লোহাগাড়া উপজেলার ভেতর কিছু দূর্গম এলাকা রয়েছে যেখানে সাধারন মানুষ ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হয়। তাই এক টাকার আনন্দ ফাউন্ডেশন দূর্গম এলাকার এতিম শিশুদের সাহায্যে এগিয়ে এসেছে। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগেও এ ফাউন্ডেশন স্থানীয় ও প্রবাসীদের সহযোগিতায় অসহায় মানুষের কল্যাণে পাশে দাঁড়ায়। ভবিষ্যতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণের পরিকল্পনা রয়েছে।