ব্রেকিং নিউজ:

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার রাষ্ট্র আইভরি কোস্ট ২০০২-০৭ সালে গৃহযুদ্ধের সময় ফরাসি সৈন্যরা বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সহায়তা করেছিল। গৃহযুদ্ধ অবসান ঘটায় ফরাসি সেনাবাহিনীকে দেশ ছাড়তে নির্দেশ দেয় আইভরি কোস্ট। এক সময় ফ্রান্সের উপনিবেশ ছিল এ রাষ্ট্র। কয়েক দশক ধরে সেখানে ফরাসি সেনাবাহিনীর ঘাঁটি আছে। এবার ফ্রান্সকে সেনা ঘাঁটি সরাতে নির্দেশ দেয় দেশটি। মূলত বছরের প্রথম দিনে ফরাসি সেনাবাহিনীকে দেশ ছাড়ার কথা জানিয়ে দিয়েছে আইভরি কোস্ট।

            আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে অউতারা বছর শেষে ভাষণে জানিয়েছেন, জানুয়ারি থেকে ধীরে ফ্রান্সকে সেনা সরিয়ে নিতে হবে। আফ্রিকার একাধিক দেশে দীর্ঘদিন ধরে সেনা ঘাঁটি ছিল ফ্রান্সের। কিন্তু ক্রমশ প্রায় সমস্ত দেশ ফ্রান্সকে সেনাঘাঁটি সরিয়ে নেওয়ার কথা বলেছে। এবার সে দলে যোগ দিলো আইভরি কোস্ট। এর আগে মালি, বুরকিনা ফাসো, নাইজার থেকে ফ্রান্সকে সেনাঘাঁটি সরাতে হয়েছে।

            এ প্রতিটি দেশে এক সময় ফরাসি উপনিবেশ ছিল। কিছুদিন আগে সেনেগাল এবং চাদ ফ্রান্সকে সেনাবাহিনী সরাতে বলেছে। প্রায় প্রতিটি দেশ চীন এবং রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে জড়াচ্ছে। এবার আইভরি কোস্ট থেকে ফরাসি সেনা চলে গেলে আফ্রিকায় মাত্র আর দুইটি দেশে ফ্রান্সের সেনা ঘাঁটি থাকবে।

খবরটি 11 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন