স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসুচি আয়োজনে পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এরপর জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার ও সরকারি কর্মকর্তাবৃন্দ। সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উদযাপন উপলক্ষে পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচি আয়োজন করেছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসুচি আয়োজন করে। পার্বত্য জেলা পরিষদ অডিচরিয়াম হলে আয়োজন করা হয় মহান বিজয় দিবসের আলোচনা সভা। এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই। এরপর স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা সংর্বধনা ও শুভেচ্ছা উপহার বিতরণ। হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, এতিমখানা ও অনাথ আশ্রমে উন্নত মানের খাবার পরিবেশন। জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধে শহীদের আত্নার শান্তি কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা আয়োজন।
অপরদিকে পরে বান্দরবান জেলা প্রশাসনের প্রঙ্গণে বিজয় মেলা আয়োজন করে জেলা প্রশাসন। সকাল ৯.৩০ জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব শাহ্ মোজাহিদ উদ্দিন। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করে জেলা প্রশাসন। সন্ধায় মেলায় পুরস্কার বিতরণ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি হয়।
বান্দরবান সার্কিট হাউস প্রাঙ্গনে শহীদদের প্রতি সম্মান জানিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা জাতীয় পতাকার প্রতি সম্মান প্রর্দশন করেন।
বান্দরবান জেলা স্টেডিয়ামে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। এতে অংশগ্রহন করে জেলাপ্রশাসন ফুটবল একাদশ এবং বান্দরবান পৌরসভা ফুটবল একাদশ।