মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে মোবাইল নাম্বার লিখে রেখে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি করে পুকুরে ফেলে দিয়ে বিকাশে টাকা হাতিয়ে নিচ্ছে চোরের একটি চক্র। পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে চোর চক্রের প্রধান রাহুল তংঞ্চঙ্গ্যাকে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি একটি সক্রিয় চোর চক্র বান্দরবানের বাসা বাড়ি ও মোটরসাইকেল চুরি করছে। বান্দরবান শহরের বিভিন্ন জায়গা থেকে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি করে দেয়ালে নম্বর লিখে যায় চোর চক্র। গত এক সপ্তাহে শহরের মধ্যমপাড়া, মেম্বারপাড়া ও চেয়ারম্যান পাড়া থেকে ৮ টি মোটরসাইকেল চুরি করে নাম্বার দিয়ে যায় চক্রটি। হুমকি অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠালে বাড়ির পাশের পুকুর, জঙ্গল কিংবা ঝোপঝাড়ে মেলে চুরি যাওয়া মোটরসাইকেল। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আধুনিক তথ্য প্রযুক্তি ও সিটি ফুটেজের মাধ্যমে বান্দরবান পুলিশ টিমের সক্রিয় অভিযানে আমরা এ চক্রের সদস্যকে আটক করতে সমর্থ হয়েছি। মোটর সাইকেল চোর গ্রেফতার আসামি বান্দরবানের রোয়াংছড়ি থানার নয়া পতং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর সাথিমং তংঞ্চঙ্গ্যা ছেলে রাহুল তংঞ্চঙ্গ্যা। এ সময় তার কাছ থেকে ৭ টি সিম, ৩ টি মোবাইল, ২ টি মোটরসাইকেল উদ্ধার করে। ভবিষ্যতে এ ধরনের চোর চক্রের বিরুদ্ধে বান্দরবান পুলিশের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন আবদুল করিম।