ব্রেকিং নিউজ:

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ বছর বান্দরবান সদরসহ জেলার ৭টি উপজেলায় ৩২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক আয়োজনে এ সভার আয়োজন করা হয়েছে।

            এসময় জেলা প্রশাসক বলেন, শারদীয় দুর্গাপূজায় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার আহবান জানান। ধর্মীয় রীতি অনুসারে দুর্গোৎসব পালনের পাশাপাশি সরকারি নির্দেশনা কঠোর ভাবে মেনে চলার জন্য সকল পূজা মন্ডপের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। এ সময় সভায় সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দরা দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনীর সদস্যদের পূজামন্ডপে উপস্থিতি থাকা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

            এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, জিএসও-৩ ক্যাপ্টেন মান্নান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, জেলা উপজেলার বিভিন্ন মন্দিরের পুরোহিত ও কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি 382 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন