ব্রেকিং নিউজ:

পযর্টন ডেস্ক: মালদ্বীপ ভ্রমণে আলাদা আনন্দ দেবে। করা যায় হানিমুন। রয়েছে ওয়াটার ভিলা আকর্ষন। সেলিব্রিটিদের গ্ল্যামারাস ছবি দেখে মালদ্বীপ যাওয়ার ইচ্ছা জাগে অনেকের মনে। ভিসা পাওয়াও খুব সহজ। জানেন তো মধ্যবিত্তের জন্য দেশটিতে ব্যবস্থা রয়েছে। আপনি যদি বিলাসবহুলভাবে থাকতে চান, তাহলে একাধিক প্রাইভেট দ্বীপে থাকা রিসোর্টগুলোতে রয়েছে ওয়াটার ভিলা। যেমন সুযোগ সুবিধা রয়েছে, তেমন দাম আকাশছোঁয়া। জানেন এ ভিলায় এক রাতের খরচ কত। যদি এক রাতের জন্য উইথ পুল ওয়াটার ভিলা বুক করেন, তাহলে খরচ পড়বে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা, কখনো তারও বেশি। ভেতরে ঢুকলে প্রথমে বসার ও ব্যাগ রাখার জায়গা। তারপর শোওয়ার ঘর, আর সেখান থেকে ব্যালকনি। যেখানে রয়েছে ইনফিনিটি পুল। আর সমুদ্রে নামার সিঁড়ি। সে এক অসাধারণ অভিজ্ঞতা। তাই মালদ্বীপে হানিমুন করতে যাওয়ার কথা ভাবতে পারেন। মালদ্বীপের হানিমুনের খরচ কেমন হবে তা পুরোপুরি আপনার ওপর নির্ভর করবে। সাধাসিধেভাবে চললে দেড় লাখ টাকাতে অনায়াসে হানিমুন সারতে পারবেন।

            মালদ্বীপে ওয়াটার স্পোর্টস এবং অন্যান্য ভোকেশনাল অ্যাক্টিভিটিসের জন্য খরচ হতে পারে ৫০ হাজার টাকা থেকে দুই কিংবা আড়াই লাখ টাকা পর্যন্ত। যত রাইড উপভোগ করবেন, খরচ তত বাড়বে। তাই মানিব্যাগের ওজন বুঝে এখানে আনন্দ করা দরকার। দুই লাখ টাকা খরচ করলে দ্বীপে প্রায় সমস্ত অ্যাক্টিভিটিতে অংশ নিতে পারবেন। আপনি ওয়াটার ভিলাতে না থেকে সাধারণভাবে থাকতে পারেন। সেক্ষেত্রে খরচ পড়বে অনেকটাই কম।

            মালদ্বীপে ছোটবড় মিলিয়ে ১২০০ দ্বীপ রয়েছে। এর মধ্যে প্রচুর কম দামে থাকার জায়গা পাবেন। মালদ্বীপে হোটেল বা রিসোর্টের রেস্তোরাঁগুলোতে খাবার খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে রোমান্টিক ডিনার বা লাঞ্চের জন্য খরচ হতে পারে দুই হাজার থেকে আট হাজার টাকা। রিসোর্ট যত বিলাসবহুল হবে, খাবারের খরচ তত বাড়বে। নানা বাজেটের হোটেল মিলবে। সবচেয়ে ভালো হয় পুরো ট্যুর প্রাইভেট আইল্যান্ডে না থেকে দুটো মিলিয়ে কোন প্ল্যান করলে।

            এশিয়ার সবচেয়ে ছোট এবং দুনিয়ার সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ। দেশটিতে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ভ্রমণ করতে আসে। মালদ্বীপ নামের মধ্যে কেমন যেন একটা তীব্র আকর্ষণ, মায়া রয়েছে। বিশেষ করে যারা সমুদ্র ভালোবাসেন, তাদের তো ড্রিম ডেস্টিনেশন মালদ্বীপ। বাজেটের মধ্যে নিজেদের সাধ্যের মধ্যে খরচ করে ঘুরে আসতে পারেন দেশ মালদ্বীপ।

খবরটি 368 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন