বিশেষ খবর ডেস্ক: বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত কয়েকদিন ধরে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। দেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। এরমধ্যে ভারত জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে এ প্রত্যাশা তাদের। বৃহস্পতিবার (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। এছাড়া তিনি জানান, গত কয়েকদিনে বাংলাদেশ থেকে ভারতে ফিরে গেছে ৬ হাজার ৭০০ শিক্ষার্থী। নিরাপদে যেন ভারতীয় শিক্ষার্থীরা নিজ দেশে ফিরে যেতে পারেন সেজন্য সর্বাত্মক সহযোগিতা করেছে বাংলাদেশ।
ভারতের সংবিধানেই বলা আছে পররাষ্ট্র বিষয়ক বিষয়গুলো নিয়ে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার কথা বলতে পারবে। এ ব্যাপারে রাজ্য সরকারের কোনো কিছু বলার অধিকার নেই।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া