ব্রেকিং নিউজ:

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ ৩ জুলাই বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মলেন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শপথ পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম। লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হিসেবে খোরশেদ আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো: সরওয়ার মামুন ও জেসমিন আক্তার শপথ নেন। এসময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন হিরুসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও দক্ষিণ চট্টগ্রামের পটিয়া ও বাঁশখালী থেকে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।

            উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে গত ৫ জুন লোহাগাড়ায় শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন পরবর্তী গ্যাজেট প্রকাশ করা হয়েছে গত ১১জুন।

খবরটি 490 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন