ব্রেকিং নিউজ:

স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। এবারে প্রতিপাদ্য বিষয় ছিল করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। বুধবার (৫ জুন) সকালে এ দিবস উপলক্ষে জেলা প্রশাসন অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী আয়োজন করা হয়েছে। এ বর্ণাঢ্য র‌্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে পরিবেশবাদী জনগণ অংশগ্রহণ করে। শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিন করে। র‌্যালীর শেষের পর আয়োজন করা হয় আলোচনা সভা। এ দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসুচি আয়োজন করে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো: ছালাহ উদ্দীন, ডেপুটি সিভিল সার্জন ডা. নয়ন সালাউদ্দীন, পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো: ফখর উদ্দিন। এ সভায় অংশগ্রহণ করে বিভিন্ন এনজিও, সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা।

খবরটি 473 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন