ব্রেকিং নিউজ:

স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে ৪ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ নির্বাচনে ৪ উপজেলায় মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান ১০ জন, ভাইস চেয়ারম্যান ১১ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ১১ জন জমা দিয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) জেলা নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ১৫ এপ্রিল। ভোট গ্রহণ আগামী ৮ মে অনুষ্ঠিত হবে।

            বান্দরবান সদর উপজেলা: উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো: মামুনুর রশীদ, প্রজ্ঞাসার বড়ুয়া পাপন ও মোহাম্মদ ফারুক আহমেদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান য়ই সা প্রু মারমা, মেহাইনু মারমা ও সানজিদা আক্তার।

            রোয়াংছড়ি উপজেলা: উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, অং শৈ মং মারমা, চহ্লামং মারমা ও সাহ্লামং মারমা। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শৈক্যমং মারমা, পুরু কান্তি তঞ্চঙ্গ্যা ও উবামং মারমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিং প্রু মারমা, মাশৈখিং মারমা ও থুই নু প্রু মারমা।

            থানচি উপজেলা: উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা থোয়াই হ্লা মং মারমা ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, উক্যসা মারমা ও মালিরাম ত্রিপুরা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা ও প্রাক্তন মহিলা ভাইস চেয়ারম্যান বকুলী মারমা ও নাজিউ মারমা।

            আলীকদম উপজেলা: উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মো: আবুল কালাম ও জামাল উদ্দীন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ও মোহাম্মদ রিটন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার ও ইয়াছমিন আক্তার।

            গত ২১ মার্চ উপজেলা পরিষদ ষষ্ঠ বারে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে প্রথম ধাপে ১৫২ টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৮, ২৩, ২৯ মে ও ৫ জুন ৪ টি ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৮ মে। ইভিএমে ভোট হবে ২২ টি উপজেলায় এবং বাকিগুলোয় ব্যালট পেপারে নির্বাচন হবে। দলীয় প্রতীক উন্মুক্ত রেখে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হবে।

খবরটি 588 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন