ব্রেকিং নিউজ:

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোটার, বান্দরবান: বান্দরবানে ৫০০ জন হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপি বান্দরবান জেলা শাখা। বান্দরবান পৌরসভার ৯ টি ওয়ার্ডের গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। রবিবার (২৮ জানুয়ারি) সকালে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।এ আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।

            শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি পিসিএনপি চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান বলেন, শীতের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে মানুষের কষ্ট। হাড় কাঁপুনি শীতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের কষ্ট অবর্ণীয়। সাধারন মানুষের স্বাভাবিক জীবন জীবিকা শৈত্যপ্রবাহের কারণে ব্যাহত হচ্ছে। করোনার সময় আমরা জীবন বাজি রেখে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। কিছুদিন আগে প্রায় ১০০ জন গরীব অসহায় শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছি। মানুষের সুখে দুঃখে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ অতীতে পাশে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ।

            এ সময় আরো উপস্থিত ছিলেন, পিসিএনপি জেলা সিনিয়র সহসভাপতি আব্দুস শুক্কুর, সিনিয়র সহসভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল, পিসিসিপি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও বান্দরবান জেলা সিনিয়র সহ সভাপতি জমির উদ্দিন, পিসিসিপি জেলা সাধারণ সম্পাদক হাবীব আল মাহমুদ, জেলা সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি 564 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন