ব্রেকিং নিউজ:

রেমবো ত্রিপুরা, থানচি প্রতিনিধি: বান্দরবানের থানচি থানায় নবাগত ওসি জসিম উদ্দিন সাথে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরের থানচি থানয় স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ওসি জসিম উদ্দিন। এ সময় থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেমবো ত্রিপুরা, যুগ্ম-সাধারণ সম্পাদক চিংথোয়াইঅং মার্মা, সাংগঠনিক সম্পাদক চহ্লামং মারমা, প্রচার সম্পাদক মথি ত্রিপুরা ও পূর্বচোখ নির্বাহী সম্পাদক থুইমংপ্রু মারমা উপস্থিত ছিলেন।

            নবাগত থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি)জসিম উদ্দিন বলেন, সাংবাদিক ও পুলিশ মুদ্রার এপিঠ ওপিঠ। তাই সাংবাদিকদের সাথে পুলিশের সুসম্পর্ক বজায় থাকবে। পরিশেষে তিনি থানচি থানা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের ধন্যবাদ জানান।

খবরটি 546 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন