ব্রেকিং নিউজ:

পার্বত্য চট্টগ্রাম ডেস্ক: সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। খাগড়াছড়ি ২৯৮ আসনে সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগ, তৃণমূল বিএনপিসহ ৭ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪ টা পর্যন্ত ৭ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে। বুধবার (২৯ নভেম্বর) মনোনয়ন পত্র জমা দিয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। এর পরে মনোনয়ন পত্র জমা দিয়েছে জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মিথিলা রোয়াজা, তৃণমূল বিএনপি উশ্যেপ্রু মারমা, জাকের পার্টির মোহাম্মদ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো: মোস্তফা এবং বাংলাদেশ কংগ্রেস পাটির মো: হাবিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও অবসর প্রাপ্ত অধ্যক্ষ সমীর দত্ত চাকমা।

            নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২৯ নভেম্বর মনোনয়ন পত্র জমা দিয়েছে আওয়ামী লীগ দলীয় প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। ৩০ নভেম্বর ৬ জন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছে। তৃণমূল বিএনপি প্রার্থী গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মিথিলা রোয়াজা, বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী মো: হাবিবুর রহমান, জাকের পার্টির প্রার্থী মো: হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো: মোস্তাফা ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা।

            রিটানিং অফিসার জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, আওয়ামী লীগ প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, তৃণমূল বিএনপি প্রার্থী, জাকের পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি ও কংগ্রসে পার্টি প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে। এ পর্যন্ত মোট ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছে।

খবরটি 666 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন