ব্রেকিং নিউজ:

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে জেলা পরিষদের চাকরি নিয়োগ ক্ষেত্রে বৈষম্যহীন নিয়োগের দাবিতে সাংবাদিক সম্মেলন করে পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। রবিবার (৮ অক্টোবর) সকালে জেলা সদরে পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে।

            সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত বিভাগ সমূহে ৩য় ও ৪র্থ শ্রেনীর সরকারি কর্মচারী নিয়োগে সকল সম্প্রদায়ের জনসংখ্যা অনুপাতে বৈষম্যহীন নিয়োগ প্রদানের দাবিতে সাংবাদিক সম্মেলন করতে হয়। বান্দরবান পার্বত‍্য জেলা পরিষদ কর্তৃক স্বজনপ্রীতি, দূর্নীতি, প্রতিহংসা, সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে। এ নিয়োগের ক্ষেত্রে পাহাড়ি ও বাঙ্গালীদের মধ্যে জনসংখ্যা ভিত্তিক সমবণ্টন করে সরকারী কর্মচারী নিয়োগের জোর দাবী জানায়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বর্ণিত দাবি দাবি না মানা হলে পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোর আন্দোলন করা হবে।

            এ সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোহাম্মদ মজিবর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা নাগরিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, জেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, জেলা নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক শাহজালাল।

খবরটি 658 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন