ব্রেকিং নিউজ:

খেলা ডেস্ক: ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রেখেছে। আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার পর দেখা গেছে শীর্ষ পাঁচ দল তাদের আগের অবস্থান ধরে রেখেছে।

                গত এপ্রিলে ব্রাজিলকে সরিয়ে শীর্ষস্থান দখলে নেওয়া আর্জেন্টিনা এ মাসে হওয়া বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও বলিভিয়াকে হারিয়েছে। গত সপ্তাহে প্রীতি ম্যাচে জার্মানির কাছে পরাজিত হওয়া ফ্রান্স রয়েছে দ্বিতীয়স্থানে। তিনে রয়েছে ব্রাজিল, চারে ইংল্যান্ড ও পাঁচে বেলজিয়াম। শীর্ষ দশে একমাত্র পর্তুগাল এক ধাপ এগোতে পেরেছে। তারা জায়গা করে নিয়েছে আট নম্বরে। ইতালি ইউরো বাছাইয়ে নর্থ মেসিডোনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে এক ধাপ নিচে নেমে। বতর্মান আছে ৯ নম্বরে। তাছাড়া ক্রোয়েশিয়া ছয় নম্বরে, নেদারল্যান্ডস সপ্তম এবং স্পেন দশ নম্বরে রয়েছে।

খবরটি 746 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন