ব্রেকিং নিউজ:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অরুণাচল প্রদেশকে যুক্ত করে নতুন কথিত ‘স্ট্যান্ডার্ড’ মানচিত্র প্রকাশ করেছে চীন। বেইজিংয়ের এমন মানচিত্র প্রকাশের পর কঠোর ভাষায় এর প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। সোমবার নতুন কথিত ‘স্ট্যান্ডার্ড’ মানচিত্র প্রকাশ করেছে চীন। ওই মানচিত্রে আকসাইন চীন ও অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ হিসেবে দেখিয়েছে চীন। ১৯৬২ সালের যুদ্ধে আকসাই চীন নামক অঞ্চলটি দখল করে চীনা সেনারা। অপরদিকে অরুণাচল প্রদেশ ভারতের নিয়ন্ত্রণে থাকলে সেটিকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে এশিয়ার বৃহৎ দেশটি। চীন অরুণাচল প্রদেশকে ‘দক্ষিণ তিব্বত’ নামে ডাকে। চীন অরুণাচল প্রদেশকে তিব্বতের অংশ হিসেবে মনে করে। এমনকি চলতি বছরের এপ্রিলে একটি মানচিত্র প্রকাশ করে অরুণাচল প্রদেশের অঞ্চলগুলোর নাম পরিবর্তন করে দিয়েছিল তারা। চীন ও ভারতের মধ্যে বিশাল সীমান্ত রয়েছে। হিমালয় ঘেষা এসব অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে প্রায় বিভিন্ন বিবাদ দেখা দেয়। তবে ২০২০ সাল থেকে সীমান্তের পরিস্থিতি শান্ত আছে।

            চীনের নতুন মানচিত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি মঙ্গলবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে বলেছেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কথিত ২০২৩ স্ট্যান্ডার্ড মানচিত্রের কঠোর প্রতিবাদ জানিয়েছি। যে মানচিত্রে ভারতের অঞ্চলকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করেছে চীন। তিনি আরও বলেছেন, আমরা এসব দাবি প্রত্যাখান করছি কারণ এগুলোর কোনো ভিত্তি নেই। চীনের এমন কর্মকাণ্ড শুধুমাত্র সীমান্ত বিষয়ক প্রশ্ন আরও জটিল করবে।

সূত্র: আল জাজিরা

খবরটি 570 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন