ব্রেকিং নিউজ:

মো: তুহিন হোসেন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সদর উপজেলায় মাছের পোনা অবমুক্ত করা হয়। এবার ২০২৩-২৪ অর্থ বছরে অবমুক্ত করা হয় রাজস্ব বাজেটের আওতায় মোট ২১০ কেজি রুই জাতীয় পোনা মাছ। বুধবার (৩০ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মাছের পোনা অবমুক্ত কাজ করছে উপজেলা জলাশয় নির্বাচন, পোনা মাছ সংগ্রহ ও অবমুক্তকরন কমিটি ও জেলা মৎস্য বিভাগ। এ অর্থ বছরে মোট ১৮ টি প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা বিতরণ করা হয়।

            এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: মামুনুর রহমান, সহকারী কমিশনার ভূমি নার্গিস সুলতানা, উপজেলা কৃষি অফিসার কমল কৃষ্ণ রায়।

খবরটি 538 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন