মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টর, বান্দরবান: বান্দরবানে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা বিষয়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কর্মশালা করা হয়েচে। এ কর্মশালায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদরা উপস্থিত ছিলেন।
এ কর্মশালা জানানো হয়, আগামী ১৫ মার্চ থেকে বান্দরবানের সাত উপজেলায় ৩৪ টি ইউনিয়নের ৬-১১ মাসের ১০,৩১৬ শিশু ও ১২-৫৯ মাসের ৬৪,০৬০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বিষয়টি জানান সিভিল সার্জন। বান্দরবান জেলার সকল শিশুকে এ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আয়তায় আনার জন্য মাঠে কাজ করবে স্বাস্থ্যকর্মীরা। তাই স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াদের প্রচার প্রচারণার মাধ্যমে বান্দরবান জেলা স্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তরিক আহ্বান জানান।
বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন ডা:দিলীপ কুমার দেবনাথ। এ সময় অন্যানের মধ্যে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা সাসুইচিং মারমা, মেডিকেল অফিসার ডাক্তার থোয়াই অং চিং মারমা সহ আরো অনেকে।