ব্রেকিং নিউজ:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো আলোচনা হয়েছে এ দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামতে পারে এ মন্তব্য করেছেন তিনি। অপর দিকে কুরস্ক থেকে ইউক্রেনীয় সেনারা নিজেরা সরে যাচ্ছে। সেখানে তারা অবরুদ্ধ পরিস্থিতিতে পড়েনি। যদি সরে যাওয়ার সময় কিছু সেনা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ছেন। কিন্তু গণহারে রুশ সেনারা তাদের ঘিরে ধরেছে এমন কোনো তথ্য পাওয়া যায়। ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছেন, সাত মাস পর, আমরা শুধুমাত্র সরে যাচ্ছি।

            ট্রাম্প বলেছেন, রাশিয়া ইউক্রেনের মধ্যে ভয়ানক, রক্তক্ষয়ী যুদ্ধ শেষ পর্যন্ত থামার বড় সম্ভবনা আছে। এছাড়া রাশিয়ার কুরস্কে প্রবেশ করা ইউক্রেনীয় সেনাদের রুশ সেনারা ঘিরে ফেলেছে এ বিষয়ে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে পুতিন যেন তাদের হত্যা না করেন সেজন্য তিনি ‘জোর অনুরোধ’ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এ ব্যাপারে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের ভালো আলোচনা হয়েছে। এবং সম্ভাবনা আছে ভয়ানক, রক্তক্ষয়ী যুদ্ধ শেষ পর্যন্ত থামবে। তিনি আরও লিখেছেন, কিন্তু এ মুহূর্তে, রুশ সেনাদের দ্বারা কয়েক হাজার ইউক্রেনীয় সেনা পুরোপুরি অবরুদ্ধ আছে এবং খুব খারাপ ও অরক্ষিত অবস্থায় আছে। আমি প্রেসিডেন্ট পুতিনকে জোর অনুরোধ জানিয়েছি, তাদের যেন ছাড় দেওয়া হয়। এটি হবে ভয়ঙ্কর গণহত্যা। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি। সৃষ্টিকর্তা তাদের সবার মঙ্গল করুক।

সূত্র: দ্য গার্ডিয়ান

খবরটি 32 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন