মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে গাছ সুরক্ষা কর্মসূচির উদ্বোধন করা হয়। এ কর্মসূচির পালনে গাছ থেকে পেরাক অপসারণ করে গাছ সুরক্ষা করা হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে বান্দরবান সদরের থানচি বাস স্টেশনে গাছ সুরক্ষা কর্মসূচি পালন করা হয়েছে। বান্দরবান বন বিভাগের আয়োজনে এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম মনজুরুল হক।
এ সময় অতিথিরা বলেন, গাছ কাটা পরিবেশ এবং মানুষের জীবনে নানাভাবে ক্ষতিকর প্রভাব ফেলে। এটি শুধুমাত্র প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে না বরং আর্থিক, সামাজিক এবং স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি করে। তাই গাছে কোনো রকম ফেস্টুন বা পেরাক মারা যাবে না, গাছে পেরাক মারলে গাছ বৃদ্ধি পেতে সমস্যার সম্মুখীন হয়। এমন কি গাছের আস্তে আস্তে শক্তি কমে যায়। তাই বান্দরবানে ১ মাস ব্যাপী গাছ থেকে পেরাক অপসারণ অভিযান চলবে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পাল্পউড প্ল্যান্টেশন বিভাগে বিভাগীয় বন কর্মকর্তা মো: তহিদুল ইসলাম, বান্দরবান বন বিভাগে বিভাগীয় বন কর্মকর্তা মো: আবদুল রহমান। আরও উপস্থিত ছিলেন বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ হাওলাদার, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো: আরিফুল আলম, টহল দল প্রধান ও শুয়ালক স্টেশন অফিসার রাফি উদদৌলা সরদার ও বান্দরবান বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।