বিশেষ খবর ডেস্ক: পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে কর্মসূচির চলাকালে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক ও আদিবাসী ছাত্র জনতার ৮ জন আহত হয়। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানী মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে এ ঘটনা ঘটেছে। আহতরা হল সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার রুপাইয়া শ্রেষ্ঠা (২৪), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসাবা (২৬), ঢাবির লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রেংইয়াং(২৯), ধনযেত্রা (৩০), শৈলী(২৭), দনওয়াই ম্রো (২৪), ঢাবি শিক্ষার্থী তনিচিরাং (৩০) ও ডিবিসি সাংবাদিক জুয়েল মার (৩৫)।
আদিবাসী ছাত্র-জনতা সংগঠনের কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শান্তিময় চাকমা বলেন, পাঠ্য বইয়ের আদিবাসী শব্দ পুনরায় লিখনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল নিয়ে মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে যাই। শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় স্টুডেন্ট মুভমেন্ট ফর সভারেন্টি নামের সংগঠনের অজ্ঞাতনামা কয়েকজন অতর্কিতভাবে হামলা চালায়। এতে সাতজন ও এক সাংবাদিক আহত হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মতিঝিলের এনসিটিবির ভবনের সামনে থেকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা সংগঠনের ৭ জন কর্মী আহত ও একজন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে এসেছেন। বর্তমানে জরুরি বিভাগের বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।