ব্রেকিং নিউজ:

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসি ক্যাপিটল রোটুন্ডায় তার শপথ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সোমবার বাংলাদেশ সময় রাত ১১ টায় যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট শপথ গ্রহন করেন ট্রাম্প। অন্যান্য সময় ক্যাপিটল হিলের বাইরে শপথ গ্রহণ  অনুষ্ঠান আয়োজন করা হত। এবারে তীব্র ঠান্ডা আবহাওয়ার কারণে অনুষ্ঠানিটি ভেতরে করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন ডোনাল্ড ট্রাম্প ও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।

            এরআগে যুক্তরাষ্ট্রের বিদায়ী জো বাইডেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানান। শপথ নেওয়ার আগে বাইডেনের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করতে স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসে যান ট্রাম্প। এ সময় বাইডেনের সঙ্গে তার স্ত্রী জিল বাইডেন ছিলেন।

            গত ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারান ট্রাম্প। এ নির্বাচনের মাধ্যমে ইতিহাস ভেঙে দ্বিতীয় বারের মতো নির্বাচনে জয় পাওয়ার ৭৭ দিন পর বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির ২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসের ফেরার সুযোগ পেয়েছেন ট্রাম্প।

সূত্র: এএফপি

খবরটি 6 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন