ব্রেকিং নিউজ:

জাতীয় ডেস্ক: টিসিবি ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল এবং নতুন করে ভ্যাট আরোপে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রাজনৈতিক দলটি বলছে, স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার (১০ জানুয়ারি) সংবাদ মাধ্যমে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেনের পাঠানো এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

            সিপিবি বিবৃতিতে বলা হয়, জনজীবনের সংকট নিরসনের জন্য মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের বিলোপ, সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি বাস্তবায়ন না করে সরকার টিসিবি কর্মসূচির ট্রাক সেল বন্ধ করা ও ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল করে প্রায় অর্ধকোটি মানুষের পরিবারকে কম মূল্যে পণ্য দেওয়া থেকে বঞ্চিত করার যে সিদ্ধান্ত নিয়েছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সরকার সাধারণ মানুষের ওপর অপ্রত্যক্ষ কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। যেমন সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য বিস্কুট, সাধারণ হোটেল, মোবাইল রিচার্জার ও গ্যাস অপরিহার্য পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলবে। উচ্চ মুদ্রাস্ফীতি এবং আইএমএফের চাপে অন্তর্বর্তীকালীন সরকারের এ সিদ্ধান্ত প্রান্তিক, স্থায়ী উপার্জনকারী এবং নিম্ন-মধ্যম আয়ের মানুষের ওপর যে নেতিবাচক প্রভাব ফেলবে। তা দেশের অর্থনীতিতে সংকট তৈরি করবে। এসব সিদ্ধান্ত প্রকারান্তরে স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি। যা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

            সিপিবি বিবৃতিতে আহ্বান জানিয়ে বলেছে, অবিলম্বে সরকারের এ সিদ্ধান্ত বাতিল, বিদেশে পাচার করা অর্থ, খেলাপি ঋণ আদায় ও ধনীদের ওপর প্রয়োজনীয় বিশেষ কর আরোপ করা হোক।

            গত অক্টোবর মাসে বাংলাদেশের ট্রেডিং কর্পোরেশন ট্রাকে করে নিম্ন আয়ের পরিবারগুলির হাতে কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দেওয়ার ব্যবস্থা চালু করেছিল। ডিসেম্বরে সে ব্যবস্থা গুটিয়ে নেয় অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের ব্যুরো অব স্ট্যাটিসটিকস তথ্য বারবার দুই অঙ্কে মূল্যবৃদ্ধির হারের হিসেব দিয়েছে।

খবরটি 285 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন