ব্রেকিং নিউজ:

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ইউপিডিএফ গনতান্ত্রিক। সোমবার (২ ডিসেম্বর) সকালে  বান্দরবান জেলা কমিটির আয়োজনে রয়েল হোটেলের হলে এ শান্তি চুক্তি দিবস উদযাপন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে সকল ষড়যন্ত্র প্রতিহত করে, পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনে ঐক্যবদ্ধ হন এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। পরিশেষে ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির পক্ষ থেকে প্রায় ১৫০ জন গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

            অনুষ্ঠানে ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মারমা বলেন, সকল জাতি গোষ্ঠীর অস্তিত্ব লড়াইয়ের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। যার একটি অংশ হচ্ছে এ শান্তি চুক্তি। আমরা চাই শান্তি চুক্তি বাস্তবায়ন হোক এবং পাহাড়ের শান্তি ফিরে আসুক। কিন্তু বর্তমান সময়ে একটা কুচক্রী মহল পাহাড়ি বাঙালির মধ্যে দাঙ্গা তৈরির মাধ্যমে পার্বত্য জেলাগুলোকে অশান্ত করার চেষ্টা করছে। তাই ইউপিডিএফ গণতান্ত্রিক সব সময় পাহাড়ের নিপীড়িত মানুষের জন্য সংগ্রাম করে যাচ্ছে তাদের অধিকার আদায়ের জন্য। সকল অপশক্তিকে প্রতিহত করে পার্বত্য বান্দরবান তথা তিন পার্বত্য জেলায় সকল জুম্মা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

            আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড পিপল ডেমোক্রেটিব ফ্রন্ট গনতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মারমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য আপ্রুমং মারমা, বিশেষ অতিথি হিসাবে এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির সহ-সভাপতি রাম তন সাং বম মালেক, মেন রু ম্রো, সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরা, লামা উপজেলা কমিটির সভাপতি মংশৈপ্রু ত্রিপুরা, অর্থ সম্পাদক অটল চাকমা।

খবরটি 279 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন