শিক্ষা ডেস্ক: প্রাথমিকের সব বই এবং মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই ৩১ ডিসেম্বরের মধ্যে স্কুলে পৌঁছাতে সক্ষম হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান এ বিষয়ে জানান। এতে সমর্থন জানিয়েছে মুদ্রণ মালিক সমিতি। রবিবার (২২ ডিসেম্বর) রাতে সংবাদ সম্মেলনে এনসিটিবি চেয়ারম্যান এ বিষয়টি জানিয়েছেন।
এনসিটিবি চেয়ারম্যান বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই এবং মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই মুদ্রণ মালিক সমিতি পৌঁছাতে সক্ষম হবেন। অপরদিকে জানুয়ারির ১০ তারিখের মধ্যে মাধ্যমিকের অন্য পাঁচটি বই এবং জানুয়ারির ২০ তারিখের মধ্যে মাধ্যমিকের বাকি সব বই পৌঁছে দেওয়ার কথা হয়েছে। এ জন্য তারা সব ধরনের সহযোগিতা চেয়েছে আমরা সে লক্ষ্যে কাজ করছি। শিক্ষা উপদেষ্টা মুদ্রণ মালিক সমিতির সমস্যাগুলো জেনে সমাধানের প্রতিশ্রুত দিয়েছিলেন।
পরদিন উপদেষ্টা বললেন, আমি কাগজ ও কার্ডের সংকট সমাধান করে দিয়েছি। তারা (মুদ্রণ মালিকেরা) কাজ শুরু করুক এবং নির্ধারিত সময়ের মধ্যে বই দেওয়ার প্রতিশ্রুতি দিক। তাদের সভাপতি ও সেক্রেটারিকে আমি জানিয়েছি আপনারা শুক্রবার সংবাদ সম্মেলন করে যা আলাপ আলোচনা হয়েছে তুলে ধরুন। কিন্তু তারা সে কাজটি সে কারণে বিভ্রান্তিমূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।