ব্রেকিং নিউজ:

আন্তর্জাতিক ডেস্ক: নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন নান্দি এনদাইতওয়া। মঙ্গলবার উত্তরপশ্চিম আফ্রিকার এ দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে দেখা গেছে মোট ভোটের ৫৭ শতাংশ পেয়ে নির্বাচিত হয়েছেন এ নারী রাজনীতিবিদ। রাষ্ট্রপ্রধানের পদের জন্য ৫০ শতাংশের বেশি ভোটই যথেষ্ট ছিল নান্দি এনদাইতওয়ার জন্য। নির্বাচনে নান্দির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী দল ইন্ডিপেন্ডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জের (আইপিসি) প্রার্থী পান্দুলেনি ইতুলা। তিনি পেয়েছেন ২৬ শতাংশ ভোট।  নাবিবিয়ায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আলাদাভাবে হয়। গত ২৭ নভেম্বর পার্লামেন্ট নির্বাচন হয়েছে দেশটিতে। নামিবিয়ার পার্লামেন্টে নির্বাচন ভিত্তিক আসনের সংখ্যা ৯৬ টি। এসব আসনের মধ্যে ৫১ টি আসনে জয় পেয়েছেন সোয়াপো পার্টির প্রার্থীরা। অন্যদিকে আইপিএস জয় পেয়েছে ২০ টি আসনে।

            অপরদিকে নামিবিয়ার নির্বাচন কমিশন ফলাফল প্রকাশের পর তাৎক্ষণিকভাবে তা মেনে না নিয়ে কারচুপির অভিযোগ তুলেছে আইপিএস। ফলাফল বাতিল ঘোষণা এবং ফের নির্বাচনের জন্য আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

            প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নান্দি বলেন, নামিবিয়ার জনগণ শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভোট দিয়েছেন।

            ১৯৯০ সালে বছরের পর বছর ধরে সংগ্রামের পর  স্বাধীনতা লাভ করে দক্ষিণ আফ্রিকার সাবেক উপনিবেশ নামিবিয়া। তারপর এ প্রথম রাষ্ট্রপ্রধান পদে কোনো নারী নির্বাচিত হলেন। ৭২ বছর বয়সী নান্দি এনদাইতওয়া নামিবিয়ার স্বাধীনতা সংগ্রামে অগ্রসারিতে ছিলেন। দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল সোয়াপোর এ নেত্রীর রাজনৈতিক ক্যারিয়ারের শুরু গত শতকের ষাটের দশকে। সে সময়ে সোয়াপোতে যোগ দিয়েছিলেন তিনি।

সূত্র: রয়টার্স

খবরটি 272 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন