ব্রেকিং নিউজ:

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টর, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠনের পর অন্তর্বর্তীকালীন সময়ে দ্বায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই ও ১৪ জন সদস্য। সোমবার (১১ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হলরুমে এ যোগদান ও দায়িত্ব গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় যোগদান পত্রে স্বাক্ষর করে চেয়ারম্যান ও সদস্যরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ এর কাছে যোগদানের অনুলিপি জমা দিয়ে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত ২৮ টি বিভাগের প্রধান, জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী, নবনিযুক্ত সদস্য ও সুধীজন বৃন্দ।

            এ সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন নবাগত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। নবাগত চেয়ারম্যান বলেন, আমরা সবাই মিলে বান্দরবান জেলা পরিষদকে সুন্দর ভাবে গঠন করব এবং এলাকার আর্থ-সামাজিক ব্যবস্থা, বেকারত্ব দূরীকরণ ও মানবসম্পদ উন্নয়নে সবাইকে সাথে নিয়ে জেলা পরিষদে বিভিন্ন উন্নয়নের কাজ করে যাব।

            বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের পর অন্তর্বর্তীকালীন সময়ে দ্বায়িত্ব গ্রহণ করেছেন চেয়ারম্যান থানজামা লুসাই, সদস্য রাজুময় তঞ্চঙ্গ্যা, ম্যা ম্যা নু মারমা, উবাথোয়াই মারমা, উমচিং মারমা, খামলাই ম্রো, মং এচিং চাক, সানাই প্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাংফ্রা খুমী, সাইফুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আবুল কালাম, মাধবী মারমা ও খুরশিদা ইসহাক।

            গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর তৎকালীন সরকার মনোনীত বান্দরবান পার্বত্য পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং ১৪ সদস্য আত্মগোপনে চলে যান। এর প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গত ৭ নভেম্বর অধ্যাপক থানজামা লুসাইকে চেয়ারম্যান ও ১৪ সদস্য বিশিষ্ট নতুন অন্তর্বর্তীকালীন সময়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

খবরটি 335 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন