স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্রের স্বঘোষিত অবৈধ অর্থ আত্মসাৎকারী পরিচালকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে প্রেসক্লাবে সর্বস্তরের সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সংবাদ সম্মেলন বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের স্বঘোষিত অবৈধ অর্থ আত্মসাৎকারী পরিচালক হোসেন মোহাম্মদ ইউনূসের অপসারণ ও বিচারের দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্রের স্বঘোষিত অবৈধ অর্থ আত্মসাৎকারী পরিচালকের অপকর্মের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। যারা ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করে খায় তাদের সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। এ সমস্ত ঘৃণিত ব্যক্তি কোন প্রতিষ্ঠানে থাকার চেয়ে না থাকা ভালো। তাই এ পরিচালককে অপসারণ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আবুল কাশেম সওদাগর, আবুল বাশার, মাহবুবুর রহমান, ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা জাকারিয়া ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।