মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে জেলা প্রশাসনের আয়োজনে স্মরণসভা করা হয়। এ স্মরণসভায় জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ করা হয়। বুধবার (২৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের মাগফেরাত ও শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আহতদের সুস্থতা, দেশ ও জাতীর মঙ্গল কামানায় দোয়া কামনা করা হয়।
এ স্মরণসভায় জেলা প্রশাসক বলেন, শহিদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করছে সরকার। তিনি আরো বলেন, তাদের এ আত্মত্যাগ আমাদের দেশের গণতন্ত্র রক্ষায় একটি মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে। অন্যান্য বক্তারা বলেন, এ বিপ্লবকে ধারণ করে বৈষম্যমুক্ত দেশ গড়ে তুলতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই সকলকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে।
এ স্মরণসভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) চাই থোয়াইহ্লা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।