ব্রেকিং নিউজ:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ও উসকানি বৃদ্ধির অভিযোগ করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট নেতা কিম জং উন। তিনি বলেছেন, কোরীয় উপদ্বীপ এর আগে কখন পারমাণবিক যুদ্ধের বড় ঝুঁকির সম্মুখীন হয়নি। শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পিয়ংইয়ং ও মস্কোর ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে ১০ হাজারের বেশি সৈন্য পাঠানো নিয়ে পিয়ংইয়ংয়ের আন্তর্জাতিক সমালোচনার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন কিম জং উন।

            কেসিএনএ প্রতিবেদনে বলেছে, রাজধানী পিয়ংইয়ংয়ে এক সামরিক প্রদর্শনীতে অংশ নিয়ে কিম জং উন বলেছেন, ওয়াশিংটনের সাথে পূর্ববর্তী আলোচনা উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক এবং বৈরী নীতিকে তুলে ধরেছে। কোরীয় উপদ্বীপে যুদ্ধরত পক্ষগুলো কখন এত বিপজ্জনক এবং তীব্র সংঘাতের মুখোমুখি হয়নি। এ পরিস্থিতি সবচেয়ে ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধে পরিণত হতে পারে। তিনি বলেন, আমরা ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য যতটা সম্ভব অগ্রসর হয়েছি। কিন্তু সে আলোচনায় উত্তর কোরিয়ার প্রতি ওয়াশিংটনের আক্রমণাত্মক ও বৈরী নীতির কখন পরিবর্তন ঘটতে পারে না।

            যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রেসিডেন্ট ২০১৮ এবং ২০১৯ সালে তার প্রথম মেয়াদে সিঙ্গাপুর, হ্যানয় এবং কোরীয় সীমান্তে কিমের সঙ্গে নজিরবিহীন তিনটি বৈঠক করেছিলেন।

সূত্র: রয়টার্স।

খবরটি 318 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন