ব্রেকিং নিউজ:

স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে উৎসব মুখর পরিবেশে শেষ হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সাঙ্গু নদীতে ঐতিহ্যবাহী মঙ্গল রথ ও দেবতার মূর্তি পোছোমা বিসর্জন দেয়া হয়েছে। ঐতিহ্যবাহী মঙ্গল রথযাত্রা আগে প্রবারণা পূর্ণিমা পালন উপলক্ষে সন্ধ্যায় পুরাতন রাজবাড়ী থেকে রথ টেনে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ে যাওয়া হয় রাজগুরু বৌদ্ধ বিহার ও উজানী পাড়া মহা বৌদ্ধ বিহারে। এ প্রবারণা পূর্ণিমাকে আদিবাসী মারমা সম্প্রদায় মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ নামে উদযাপন করে। ধর্মীয় ও সামাজিক এ উৎসবকে ঘিরে আনন্দ উৎসব আমেজ বিরাজ করছে। বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা মোমবাতি, ধুপকাঠি প্রজ্জলন ও ছোয়াইং (বিভিন্ন ধরনের খাদ্য) দান করে দিনটি উদযাপন করছে।

            প্রবারণা পূর্ণিমা পালন বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় ও সামাজিক উৎসব। প্রতি বছর এ দিনটি সকল বৌদ্ধ ধর্মালম্বীদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। আদিবাসী মারমা সম্প্রদায়ের ভাষায় ওয়াগ্যোয়াই অর্থ প্রবারণা পূর্ণিমা, পোয়ে অর্থ উৎসব। মারমা বর্ষপঞ্জি সাক্রয় অনুযায়ী এ ধর্মীয় ও সামাজিক উৎসব পালন করা হয়। এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় বুদ্ধমূর্তি স্নান, ঐতিহ্যবাহী মঙ্গল রথ যাত্রা, দেবতার মূর্তি পোছোমা প্রদর্শন, প্রদীপ প্রজ্বালন, ফানুস ওড়ানো, পঞ্চশীল গ্রহণ নানা আয়োজনে উৎসব পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এদিকে প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সকাল থেকে বিভিন্ন বৌদ্ধ বিহারে জাতীয় পতাকা, ধর্মীয় পতাকা ও ধজা উত্তোলন করা হয়। অপরদিকে চলছে ধর্মীয় দেশনা, ভিক্ষুদের উদ্দেশ্যে অর্থ ও অন্নদান, ফুল পূজা আর উপাসক উপাসিকারা গ্রহণ করছে অষ্টশীল। বিহারে বিহারে চলছে ধর্মীয় দেশনা ও জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা। আর রাতে আকাশে ফানুস বাতি উড়ানো, পিঠা তৈরী উৎসব নানা আয়োজন।

খবরটি 349 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন