ব্রেকিং নিউজ:

জাতীয় ডেস্ক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলামকে নতুন নিয়োগ দেওয়া হয়। তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ছিলেন। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে সরিয়ে দেওয়া হয়। সোমবার (৬ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

            প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) পদ থেকে সরিয়ে দেওয়া হয় চৌধুরী আব্দুল্লাহ মামুনকে। এ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন ভাস্কর দেবনাথ বাপ্পি। প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো তা প্রজ্ঞাপনে বলা হয়েছে।

খবরটি 403 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন