স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সভাপতি বাচ্চু ও সাধারণ সম্পাদক সাদেক নির্বাচিত। বুধবার (৩১ জুলাই) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটি বান্দরবান প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন।
নির্বাচনী ফলাফল: সভাপতি পদে বিনাপ্রতিদ্বিতায় আমিনুল ইসলাম বাচ্চু (বাংলাদেশ বেতার), সাধারণ সম্পাদক পদে সাদেক হোসেন চৌধুরী (পাহাড়বার্তা ডট কম), ও কোষাধ্যক্ষ পদে ফারুকী (আমাদের অর্থনীতি) নির্বাচিত হয়েছে। কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে নাসিরুল আলম (দৈনিক কর্ণফুলী) ও যুগ্ম সম্পাদক পদে এনএ জাকির (সময় সংবাদ) নির্বাচিত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন বান্দরবান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: শহিদুল ইসলাম ও রোয়াংছড়ি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের ডাটা এন্টি অফিসার মো: রাসেল উদ্দিন।