জাতীয় ডেস্ক: আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া ফেনী জেলায় বন্যা উপদ্রুত এলাকায় সেনা ও নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। সেনা ও নৌবাহিনীর ২৩১ জন সদস্য এবং ৪৮টি উদ্ধারকারী যান সেখানে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

            প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী থেকে ১৬০ জন সদস্য ৪০টি উদ্ধারকারী যান ফেনী জেলায় পাঠানো হয়েছে। এছাড়া একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর ৭১ জন সদস্য ও ৮টি উদ্ধারকারী যান কাজ করছে। এছাড়া বিজিবিসহ আরও নৌযান আনানো হচ্ছে তা প্রতিবেদনে জানানো হয়েছে।

            আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। বন্যা আক্রান্ত জেলাগুলোর ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

            বাংলাদেশের ৯ টি জেলায় পাহাড়ি ঢল আর বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক ভয়ংকর বন্যায় বিপর্যস্ত জনজীবন। বাড়িঘরে হাঁটু থেকে কোমরসমান পানি ওঠায় বিপাকে পড়েছেন এসব জেলার বেশিরভাগ মানুষ। এছাড়া বন্যার পানিতে সব গ্রামীণ সড়ক ও ফসলি জমি তলিয়ে গেছে। ভেসে গেছে গবাদিপশু, পুকুর ও খামারের মাছ। বন্যাকবলিত জেলাগুলো হলো, ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি।

খবরটি 276 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen