স্টাফ রিপের্টার: খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়ন সেনাবাহিনী আওতাধীন সকল জোনের সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার ও ত্রাণ বিতরণে সহযোগিতা করে। বন্যার্তদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে যাচ্ছেন সেনাসদস্যরা। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে জেলা সদরের গঞ্জপাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বন্যাকবলিত এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী। খাগড়াছড়ি জেলা সদর উপজেলার এবং পৌরসভার অধিকাংশ এলাকার অন্তত তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এরপর থেকে বন্যার্তদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে যাচ্ছেন সেনাসদস্যরা।