ব্রেকিং নিউজ:

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরো জয়ী হয়েছেন। নির্বাচনী পরিষদের ঘোষিত আংশিক ফলাফল অনুযায়ী এ তথ্য জানানো হয়েছে। ভেনেজুয়েলার বিরোধীরা মাদুরোকে বিজয়ী এ ঘোষণা প্রত্যাখ্যান করেছে। সিএনই প্রধান এলভিস আমোরোসো প্রেসিডেন্ট মাদুরোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সোমবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

            ভেনেজুয়েলার নির্বাচনী কর্তৃপক্ষ ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের (সিএনই) প্রধান এলভিস আমোরোসো বলেছেন, ৮০ শতাংশ ব্যালট গণনা করা হয়েছে এবং প্রেসিডেন্ট মাদুরো ৫১.২ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৪.০২ শতাংশ ভোট।

            বিরোধীরা বলেছে, তারা প্রাপ্ত ভোটের সংখ্যা, সেইসাথে এক্সিট পোল এবং দ্রুত গণনা অনুযায়ী দেখা যাচ্ছে এডমুন্ডো গঞ্জালেজ ক্ষমতাসীনদের চেয়ে ৪০ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। মূলত গত ১১ বছর ক্ষমতায় থাকার পর প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে গঞ্জালেজের পেছনে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। নির্বাচনের আগে পরিচালিত জনমত জরিপেও দেখা গেছে, এডমুন্ডো গঞ্জালেজ নির্বাচনে প্রেসিডেন্ট মাদুরোকে পরাজিত করবেন।

            গত ২৫ বছর ধরে ভেনেজুয়েলায় ক্ষমতায় রয়েছে সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টি। প্রথমে প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের নেতৃত্বে এবং ২০১৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে শ্যাভেজের মৃত্যুর পর নিকোলাস মাদুরোর শাসনাধীনে রয়েছে দেশটি। দেশটির অনেক ভোটার বলছেন, তারা পরিবর্তন চান।

খবরটি 423 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন