ব্রেকিং নিউজ:

স্টাফ রিপোর্টার বান্দরবান: বান্দরবান সদরে মধ্যেম পাড়া এলাকায় নতুন সাজে মন্দিরা বার্মিজ মার্কেট। এখানে অনেক রকম ব্যবসা নিয়ে ব্যস্ততার সময় পার করছে ব্যবসায়ীরা। মন্দিরা বার্মিজ মার্কেটে সুনামধন্য ও নির্ভরযোগ্য একটি ব্যবসা প্রতিষ্ঠান রং রাং কালেকশন। সোমবার (১ জুন) বিকাল ৪ টায় মন্দিরা বার্মিজ মার্কেটে শুভ উদ্বোধন করা হয়েছে রং রাং কালেকশন। স্থানীয়, দেশি ও বিদেশী ক্রেতাদের মূল আকর্শন মন্দিরা বার্মিজ মার্কেটের রং রাং কালেকশন। দেশীয় ও বার্মিজ নানান ধরনের বাহারি পণ্য সমারোহে ক্রেতাদের মুদ্ধতায় ও আকর্শনে পরিচিতি অনর্জ করছে রং রাং কালেকশন। বাড়ছে ক্রেতাদের সমাগম। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ক্রয় ও বিক্রয়। বান্দরবান উম্যান চেম্বার অফ কমার্স সহ সভাপতি ও এ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানার স্বত্তাধিকারী উর্মী চৌধুরী।

            মন্দিরা বার্মিজ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠান রং রাং কালেকশন শুভ উদ্বোধন করেন বান্দরবান উম্যান চেম্বার অফ কমার্স সভাপতি লালছানি লুসাই। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়সাপ্রু মারমা, উম্যান চেম্বার অফ কমার্স সহ সভাপতি শিরিন আক্তার ও বিশিষ্ট ব্যবসায়ী সুমন চৌধুরী।

            রং রাং কালেকশন স্বত্তাধিকারী উর্মী চৌধুরী জানান, ক্রেতাদের চাহিদা, পছন্দের, দেশি ও বিদেশি বিভিন্ন বাহারি পণ্য দিয়ে সাজানো হয়েছে রং রাং কালেকশন। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে কোন ব্যবসায় কোয়ানটিটি ও কোয়ালিটি এ দুটিয় নিশ্চিত করতে হবে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতাদের কাছে সুনামধন্য ও নির্ভরযোগ্যতা অর্জন হলে ভাল ব্যবসা করা যায়। একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভাল ব্যবসার লক্ষ্যে মনে রাখতে হবে ভাল পণ্য, ভাল মূল্য ও ভাল ক্রেতা সমন্বয়ে ব্যবসা ও বাণিজ্য। স্থানীয়, দেশি ও বিদেশী ক্রেতাদের চাহিদা, পছন্দ, আকর্শনীয় এবং নির্ভরযোগ্য বিষয়টি প্রধান্য দিয়ে বিভিন্ন পণ্য সংগ্রহ করে সাজানো হয়েছে রং রাং কালেকশন।

খবরটি 552 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন